জিবিনিউজ24ডেস্ক//
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লব নিরহংকার মানুষ ছিলেন। তার ব্যক্তিগত শত্রু ছিল না, বিশেষ টাকা-পয়সার মানুষও ছিলেন না, ছিল না রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ। অনিচ্ছাকৃত অবহেলাজনিত লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে মারা যান তিনি।
ঘটনার পাঁচ দিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় অবহেলার কারণে মর্নি সান-৫ লঞ্চের ছয় কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
গত শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন— লঞ্চের প্রথম মাস্টার হাফেজ মো. সাইদুর রহমান (৩৮), দ্বিতীয় মাস্টার আলামিন (৩৫), ইঞ্জিনচালক মো. মাসুদ রানা (৩৮), ইঞ্জিনচালক ইমন হোসেন (২৩), সুকানী মো. সালমান (২১) ও লঞ্চের সুপারভাইজার ইব্রাহীম খলিল (২৯)।
রোববার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।
তিনি বলেন, গত ৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের জিএস দুরন্ত বিপ্লব ঢাকার কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকে জিনজিরা সোয়ারিঘাট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার উদ্দেশে রওনা দেন। পথে তিনি নিখোঁজ হন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন