সৌদি আরব প্রতিনিধি ||
"গাইবো মোরা সত্যের গান, অপসাংস্কৃতির হবেই অবসান" এই স্লোগানকে সামনে রেখে ইসলামী সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দৃঢ়প্রত্যয়ে প্রতিষ্ঠিত 'প্রবাসী নাশীদ ব্যান্ড' এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের হাইয়াস সাহাফাহ একটি কনফারেন্স হলে এটি অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় শিল্পী আরিফ রব্বানী ও শাহাদাত আল মাহদীর যৌথ সঞ্চালনায় এতে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন হাফেজ তালহা বিন মাহদী। মাওলানা আব্দুল মুকসিত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এসবিডিএল গ্রুপের চেয়ারম্যান ও রাজমহল হোটেলের পরিচালক আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোবারক উল্লাহ, রাজনীতিবিদ মুফতি জহিরুল ইসলাম, রাজনীতিবিদ মাওলানা আবুল হোসাইন, প্রিন্ট টুডে এডভেরাইজিং এর পরিচালক আসিফ মাহমুদ আপেল, গ্রীন বাংলা ক্রিকেট টিমের মিডিয়া পরিচালক ফখরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আলীম মাহদী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথিবীর প্রতিটি এরিয়া আজ অপসংস্কৃতির কালো ছোবলে আগ্রাসিত। এসব নোংরা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে সুস্থ সাংস্কৃতির কোনো বিকল্প নাই। সৌদিতে প্রবাসী নাশীদ ব্যান্ডের এই যাত্রা অবশ্যই নবদিগন্তের সূচনা করবে। সৌদিআরব জুড়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা করে প্রতিভা বিকাশে সহযোগী হবার জন্য তিনি বিশেষ ভাবে তাগিদ দেন। তিনি প্রবাসী নাশীদ ব্যান্ডের সাথে সবসময় নিজেকে জড়িয়ে রেখে সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
প্রধান বক্তার বক্তব্যে জনাব আকরাম হোসাইন বলেন, প্রবাসী নাশীদ ব্যান্ডের কার্যক্রমে আমি মুগ্ধ। তারা অল্প দিনে যেভাবে তাদের কাজ দেখিয়েছে আমি তাদের সুন্দর ভবিষ্যত দেখছি। তিনি বলেন, প্রবাসী নাশীদ ব্যান্ডের সবধরনের সহযোগিতায় আমি থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে এসে সভাপতি মাওলানা আব্দুল মুকসিত প্রবাসী নাশীদ ব্যান্ডের নব নির্বাচিত কমিটি ঘোষনা করেন। খ্যাতিমান শিল্পী মহিউদ্দীন মিয়াজি কে প্রধান পরিচালক, আরিফ রব্বানী কে পরিচালক ও আহমদ জোবায়ের ইবরাহিমী কে নির্বাহী পরিচালক করে প্রাথমিক ভাবে ২৩ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। দায়িত্বশীলদের মধ্যে অন্যান্যরা হলেন, মাসুম বিন মাহবুব সহকারী পরিচালক, রাফি উদ্দিন মিয়াজী সহকারী পরিচালক, আহমদ মক্কী যুগ্ম নির্বাহী পরিচালক, আব্দুল্লাহ সাঈদ যুগ্ম নির্বাহী পরিচালক, শাহাদাত আল মাহদী আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক, ইসমাইল মিয়াজি প্রকাশনা পরিচালক, আহমদ মাহফুজ সঙ্গীত পরিচালক, ইলিয়াস সালমান সহকারী সঙ্গীত পরিচালক, নূর মোহাম্মদ মোল্লা ব্যবস্থাপনা পরিচালক, খালিদ সাইফুল্লাহ অর্থ পরিচালক, তোফায়েল আহমদ তথ্য ও প্রযুক্তি পরিচালক, আফজাল হোসাইন মিডিয়া পরিচালক, আমিনুল ইসলাম অফিস পরিচালক, নাসির গাজী প্রচার সম্পাদক, মাহমুদুল হাসান মুরাদ নির্বাহী সদস্য, শহিদুল ইসলাম নির্বাহী সদস্য, রুম্মান আহমদ নির্বাহী সদস্য, কাউসার সিদ্দীকী নির্বাহী সদস্য, সালিম শাহ নির্বাহী সদস্য, ফজলুল করিম নির্বাহী সদস্য।
এসময় পুরো সৌদি জুড়ে জোন ভিত্তিক দায়িত্বশীলদের নাম ঘোষনা করা হয়। আহমদ মক্কী (মক্কা), আব্দুল্লাহ সাঈদ (দাম্মাম), ইয়াহইয়া মাদানী (মদীনা), আজহার উদ্দিন (জেদ্দা), খায়রুল আলম (তাবুক), তোফায়েল আহমদ (আল কাসিম), আতাউল্লাহ নূরী (আবহা) ও মিজানুর রহমান (তায়েফ)।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন প্রবাসী নাশীদ ব্যান্ডের শিল্পীরা।
অন্যান্যদের আরো বক্তব্য রাখেন, মাওলানা শরিফুল ইসলাম, জাকির হোসাইন, আনিসুর রহমান, তানভীর আহমদ, হাফিজ শাহাদাত ফয়েজী প্রমুখ।
শতাধিক সাংস্কৃতিক কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানটি মাওলানা মোবারক উল্লাহর মোনাজাত ও রাতের আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন