জিবিনিউজ24ডেস্ক//
গতকাল কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হয় স্বাগতিক কাতার। আর এ ম্যাচে জয়েক নায়ক দলটির অধিনায়ক ভ্যালেন্সিয়া, করেছেন জোড়া গোল। আর এই জোড়া গোলের মাধ্যমেই ইকুয়েডরের ইতিহাসে সব থেকে বেশি গোলের মালিক বনে গেলেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপে এখন এই স্ট্রাইকারের গোল সংখ্যা পাঁচটি। সেটাও দেশের হয়ে সব থেকে বেশি গোল।
তবে ভ্যালেন্সিয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না। ছ’বছর আগে তার বিরুদ্ধে তাঁর দেশেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। বিনা পারিশ্রমিকে শিশুশ্রমের পক্ষে ছিলেন তিনি। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভ্যালেন্সিয়ার বোনকে ২০২০ সালে আটকে রাখে এক দল দুষ্কৃতি। ১০ দিন পর ছাড়া হয়েছিল তাঁকে। ছোটবেলা থেকেই দারিদ্র দেখে বড় হয়েছেন ভ্যালেন্সিয়া। ইকুয়েডরে জন্ম হলেও তাঁর শরীরে রয়েছে আফ্রিকার রক্ত। এক সময় খাবার কেনার টাকাও জুটত না। সেই পরিস্থিতির মধ্যে ফুটবল খেলার নেশা ছাড়েননি তিনি। দেশের হয়ে ৭৫টি ম্যাচে ৩৭টি গোল করে ফেলেছেন তিনি।
১০ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে দেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন ভ্যালেন্সিয়া। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশের বিরুদ্ধে জয় তুলে নেওয়া সেগুলির মধ্যে কিছুটা আলাদা জায়গা করে নেবে। যদিও তাঁর দেশকে চিন্তায় রাখবে ভ্যালেন্সিয়ার চোট। ৭৭ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
মন্তব্যসমূহ (১) কমেন্ট করতে ক্লিক করুন
ykeFtodge Reply
1 year ago<a href=https://finasterid.cfd>finasteride 1 mg cheap buy</a> Of great importance in this context is the personal attitude of Putin and his Chekists to all social protests, color revolutions, and Maidans