১০ ডিসেম্বর জ্বালাও পোড়াও হলে ব্যবস্থা

জিবিনিউজ24ডেস্ক//  

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জানমালের ক্ষতি বা জ্বালাও পোড়াও করলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) একটি রাজনৈতিক দল। তারা সবকিছু মেনেই মিটিং করবে। তারা যদি আইন ভাঙে, জানমাল নষ্ট করে বা জ্বালাও পোড়াও করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করার তাই করবে।’

১০ ডিসেম্বর বিএনপি ২৫ লাখ মানুষকে ঢাকায় জড়ো করতে চাইছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘২৫ লাখ মানুষ এক জায়গায় করবে। কোথায় করবে, কেন করবে, এটা আমাদের জানা নেই। ২৫ লাখ লোক কোথাও জড়ো হলে আপনারা বুঝতে পারেন কি দশা হবে। আমরা ডিএমপি কমিশনারকে বলেছি, কোথাও এত বড় মাঠ আছে কি না ঢাকায়, সেটা নির্ধারণ করে সেখানে মিটিং করার সুযোগ দিতে আমরা কমিশনারকে বলেছি। তিনি যেন এরকম একটি জায়গা খুঁজে বের করেন। কিন্তু ঢাকায় তো এরকম জায়গা নেই। এখানে ১০ হাজার লোক হলেই তো অচল হয়ে যায়।’

যেহেতু রাজনৈতিক চর্চায় আমরা বাধা দিচ্ছি না, তাই তারা যদি এরকম আয়োজন করে তাহলে এমন জায়গায় যেন করে যেখানে এত লোকের একোমোডেশন হয়, এটুকুই বলতে চাই। যেখানে কমিশনার মনে করবেন সেখানেই তিনি ব্যবস্থা করবেন, বলেন মন্ত্রী।

ঢাকা শহরে একলাখ মানুষ এলেই অন্তত সারাদিন জ্যাম থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই ২৫ লাখ মানুষ হলে তারা কোথায় বসবে? কোথায় জায়গা দেবো আমরা।’

বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে আবারও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের ধরা হচ্ছে, সাংবাদিকরা এই বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গায়েবি মামলা কাকে বলে, এর সংজ্ঞাটা কি আমি জানি না। আমরা জানি ঘটনা ঘটলে, ভাঙচুর হলে, লোক হত্যা করলে, পাবলিক প্রোপার্টি নষ্ট করলে মামলা হয়।’

তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই মামলা হয়, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন