জিবিনিউজ24ডেস্ক//
ফুটবল ম্যাচে অনেক সময়ই পিছিয়ে থাকা দলের গোলরক্ষককে গোলবার ছেড়ে সামনে এগিয়ে খেলতে দেখা যায়। ম্যাচের শেষদিকে আক্রমণের গতি বাড়ানোর জন্য এমনটা করে থাকেন তারা। কিন্তু এবার জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যা করলেন তা রীতিমতো অবাক করার মতো কাণ্ড।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ের খেলা চলছিল তখন। ২-১ ব্যবধানে ম্যাচে তখন এগিয়ে জাপান। খেলা শেষ হতে যখন আর দু-এক মিনিট বাকি, ঠিক তখনই নিজের গোলপোস্ট ছেড়ে জাপানের অর্ধে চলে আসেন জার্মান অধিনায়ক। এগিয়ে থাকা জাপানের সব ফুটবলারই তখন নিজেদের অর্ধে। লক্ষ্য একটাই, যেকোন মূল্যে এ ম্যাচ জেতা।
টানটান উত্তেজনার এমন সময়ে একটা কর্নার পেয়ে যায় জার্মানি। গতখন দলের বাকি সব খেলোয়াড়দের মতো ম্যানুয়েল নয়্যারও চলে আসেন জাপানের গোলপোস্টের সামনে। পোস্টের সামনে এসময় তার ভূমিকাটা অবশ্য ভিন্ন ছিল। সবসময় দলের জন্য গোল বাঁচানো এ গোলরক্ষক তখন জাপানের গোলপোস্টের সামনে এসেছিলেন গোল করতে।
তবে এতোকিছুতেও কোনো লাভ হয়নি জার্মানদের। কর্নার থেকে উড়ে আসা বলটা হেড করতে মরিয়া হয়ে লাফ দিয়েও নাগাল পাননি নয়্যার। বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ২০১৪ সালের চ্যাম্পিয়নদের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন