জিবিনিউজ24ডেস্ক//
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারীর ক্ষমতায়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের অন্যতম চাবিকাঠি। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঝুঁকি নেওয়ার সাহস। মেধাবী, সাশ্রয়ী ও প্রগতিশীল ব্যক্তিরাই প্রকৃতপক্ষে স্মার্ট।
বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (বিআইবিসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবং অর্থনীতিবিদ হলেন মা। আমি নিজেও মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি। আমার মা পরিবারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতেন। পরিবারে নারীর ভূমিকা অপরিসীম। আমাদের উচিত অফিস-আদালতসহ সব জায়গায় নারীদের অগ্রাধিকার এবং সম্মান দেওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য আর্থিক স্বয়ংসম্পূর্ণতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শি পাওয়ার প্রকল্পের মাধ্যমে ২১টি জেলায় ১০ হাজার ৫০০ জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে প্রায় ২ লাখ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৩৪৫টি উদ্যোক্তাকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া কো-ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, প্রশিক্ষণ ও লিগ্যাল সাপোর্টসহ নানা ধরনের সুবিধা স্টার্টআপদের জন্যে প্রদান করা হচ্ছে।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা মতিন, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম, ডুন অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেডের সিইও জারা মাহবুব, বাককো জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন এবং কওনবে সেন্ট্রাল হংকং’র সিওও এনিনা হো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন