বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ এবং সেক্রেটারি মোঃ ফিরোজ মিয়া (সম্পাদক, ভোরের সূর্যোদয় ) এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোক বার্তায় বিএনজেনেটের সভাপতি দেলোয়ার বলেন, সাংবাদিক জালাল উদ্দিন কুমিল্লা, বাংলাদেশের একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে শূন্য স্থান কুমিল্লার গণমাধ্যমে কোনোদিন পূরণ হবে না।
দেলোয়ার জাহিদ কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাহিদ উল্লেখ করেন, এ তরুণ সাংবাদিক সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন।
ভিন্ন শোকবার্তায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া তার স্মৃতি স্মরণ করেন। জালাল উদ্দিন সুনামের সাথে কাজ করা একজন তরুণ সাংবাদিক।
বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক একটি ভার্চুয়াল শোক সভার আয়োজন করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন