সুনামগঞ্জ প্রতিনিধি:-
এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের ইপিআই ভবন প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে র্যালী টি সমাপ্ত করা হয়।
পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মো.আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শুকদেব সাহা,জেলা তথ্য অফিসার মো.আব্দুস ছা্ওার,সিনিয়র স্বাস্থ্য কমকর্তা মো.ওমর ফারুক,ঔষধ ত্ও্বাবধায়ক মো.সিরাজ উদ্দিন,জেলা ড্রাগ সমিতির সভাপতি ম আল তাফুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ যাতে কোন ফার্মেসি বিক্রি না করে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ যাতে কেউ সেবন না করে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন