হবিগঞ্জের নবীগঞ্জে যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া আমাদের মধ্যে আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ||
নবীগঞ্জের বীর মুক্তিযুদ্ধা ফিরোজ মিয়া আর নেই! 
গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটের বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়া। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন"। মৃত্যুকালে তিনির বয়স ৭৫ বছর ছিল। তিনির ১ স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান, ভাই- বোন, আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাথী সহযোদ্ধা রেখে চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমান বাঙালী জাতির এই অকুতোভয় বীর সন্তান। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আড়াইটার সময় মরহুমের নিজ গ্রামের বাড়ী আউশকান্দি ইউনিয়নের পশ্চিম জালালপুর ফুটবল খেলার মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ারে'র উপস্থিতিতে নবীগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়া'র জানাযা'র নামাজে'র পূর্বে সমবেত মুসল্লীদে'র উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধার সন্তান নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে'র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও মরহুমের বড় পুত্র ফখরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়ার জানাযার নামাজে আউশকান্দি ইউ/পি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোঃ শফিউল আলম হেলাল, স্থানীয় ইউ/পি সদস্য মোঃ জমির আলী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লীয়ান উপস্থিত থেকে অশ্রুস্বজল নয়নে তাঁকে শেষ বিদায় জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন