লন্ডন, ২৪ নভেম্বর ||
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রোমান বখত চৌধুরীর মাতা দিলারা বেগম চৌধুরী’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, দিলারা বেগম চৌধুরী ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ পৌরসভার জয়নগর আবাসিক এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গ্রামের বাড়ি নবীগঞ্জের বাউশা ইউনিয়নের আবদা গ্রামে বৃহস্পতিবার বাদ এশা
নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
রোমান বখত চৌধুরী তাঁর মায়ের অসুস্থতার খবর পেয়ে ৯ নভেম্বর যুক্তরাজ্য থেকে দেশে যান। মায়ের মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসা সেবার নিবেদিত ছিলেন। তিনি তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন