পেন্স-কমলার উত্তপ্ত বিতর্ক করোনা মোকাবেলা নিয়ে

  মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে|| মার্কিন নির্বাচনের আগে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধববার যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত হওয়া এই বিতর্কে করোনা মোকাবেলা নিয়ে পেন্স এবং কমলা হ্যারিসের মধ্যে উত্তপ্ত বাকি বিনিময় হয়েছে। বিতর্ক ওই অনুষ্ঠান সঞ্চালনা করছেন ইউএসএ ট্যুডের সাংবাদিক সুসান পেজ। বিতর্কে মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প যা করেছেন তা অন্য কোনো প্রেসিডেন্ট করেননি। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও দেশটির সঙ্গে সব ধরনের ভ্রমণ বাতিল করেছেন তিনি। মাইক পেন্স মনে করেন, যুক্তরাষ্ট্রে আরো বেশি সংখ্যক মানুষের মৃত্যু হওয়ার শঙ্কা ছিল। তবে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে সেই সংখ্যা কমিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করা গেছে। অন্যদিকে কমলা হ্যারিস বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাম্প প্রশাসন। সাংবাদিক সুসান পেজ কমলা হ্যারিসকে প্রশ্ন করেন, ট্রাম্পের জায়গায় জো বাইডেন থাকলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনা পরিস্থিতিতে তিনি কী করতেন? জবাবে কমলা হ্যারিস বলেন, মার্কিন প্রশাসনের ব্যর্থতার সাক্ষী যুক্তরাষ্ট্রের জনগণ। ট্রাম্প প্রশাসন জানত করোনাভাইরাস কতটা বিপজ্জনক এমনকি এর হুমকির ব্যাপারে জানত। তার পরেও তারা এটা ধামাচাপা দিয়েছে। এদিকে পেন্স বলেন, করোনা নিয়ন্ত্রণ নিয়ে জো বাইডেন যে পরিকল্পনা দিয়েছেন সেটি হোয়াইট হাউস থেকে চুরি করা। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন