ইমরানের সঙ্গে আলোচনার পর সেনাপ্রধান নিয়োগে সায় পাক প্রেসিডেন্টের

জিবিনিউজ24ডেস্ক//  

পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা ও গুজবের পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নেন।

পরে শেহবাজের সেই সিদ্ধান্ত অনুমোদন করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। তবে তার আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। শুক্রবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সাথে দেখা করেন এবং নতুন সেনাপ্রধান নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। ইমরান খানের লাহোরের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, বৃহস্পতিবার লাহোরের জামান পার্কে ইমরান ও আলভির মধ্যে এই বৈঠকটি প্রায় ৪৫ মিনিট ধরে চলে। বৈঠকে নতুন সেনাপ্রধানসহ সামরিক নিয়োগের সারসংক্ষেপ স্বাক্ষর সম্পর্কিত মূল বিষয়গুলো, এ বিষয়ে পিটিআই-এর অবস্থান এবং আগামী ২৬ নভেম্বর রাওয়ালপিন্ডিতে ইমরানের দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা করেন তারা।

বৈঠকের পর প্রেসিডেন্ট আলভি ফেডারেল রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তিনি নতুন সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নিয়োগের সারসংক্ষেপে স্বাক্ষর করেন।

অবশ্য কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বড় ভাই এবং পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরিফের সাথে দেশের প্রধান সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য লন্ডনে একটি বৈঠক করেছিলেন। সেসময় ইমরানের পিটিআই এতে গুরুতর আপত্তি তুলেছিল।

যাইহোক, বৃহস্পতিবার ইমরান খান এবং তার পুরানো বলিষ্ঠ এই সহকর্মী পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। তার আগে বৃহস্পতিবার বাজওয়ার উত্তরসূরি বেছে নেন শেহবাজ।

৬২ বছর বয়সী জেনারেল কামার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে ৬ লাখ সদস্যের শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন। ২০১৯ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বাজওয়ার চাকরির মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করেছিলেন। সেই মেয়াদ শেষে আগামী মঙ্গলবার অবসরে যাওয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দেশের নতুন সেনাপ্রধান বেছে নিয়েছেন।

অবশ্য সামরিক বাহিনীর নতুন প্রধান কে হবেন তা নিয়ে পাকিস্তানে ইমরান খান ও ক্ষমতাসীন জোটের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা ছিল চরমে। এই বিষয়টি উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা ছিল, কারণ আরিফ আলভি দীর্ঘদিন ইমরান খানের বিশ্বস্ত সহকর্মী হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে দেশটির প্রেসিডেন্ট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন