জিবিনিউজ24ডেস্ক//
দু’চোখ হারিয়েছে সমুদ্রের নীলে। দিগন্তরেখা মিলিত হচ্ছে অথৈ জলে। সেখানে দাঁড়িয়ে জীবনের সৌন্দর্য অনুভব করছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাইকেল চেপে ফ্লোরাল টু পিসে সমুদ্র দর্শন। তাতেও খুঁত খুঁজছেন নেটাগরিকদের একাংশ।
তারকাদের পোশাক নিয়ে দুকথা হবে না এমনটা আজকাল ভাবাই যায় না। আর সেটা যদি হয় একটু খোলামেলা তাহলে রসদ তো হাতের মুঠোয়। যেমনটা হলো সাইফ কন্যার বেলায়। পরনে গোলাপি ফ্লোরাল টু পিস, সঙ্গে সাদা শ্রাগ সাইকেল নিয়ে সমুদ্র ভ্রমণ করছেন অভিনেত্রী। একদম ছুটির মেজাজে আছেন নায়িকা।
যদিও ছবি দেখে বিরূপ মন্তব্য করছেন অনেকে। ধর্মের বাণী শোনাচ্ছেন— সারার ধর্ম পরিচয় স্মরণ করিয়ে দিতেও ভুলছেন না কেউ কেউ। নিরপেক্ষ জায়গা থেকে অনেকে আবার সারার পক্ষে দু-চার কথাও বলছেন। ইসলাম ধর্মাবলম্বী সারা আলি খান। সে কিনা বিকিনি পরে সমুদ্রের ধারে সাইকেল চালাচ্ছেন! বেজার অনেকেই।
কেউ বললেন, এগুলো ঠিক নয়। আবার কেউ বললেন, আমাদের কোনটা করা উচিত আর কোনটা নয় সেটা তোমার তো জানা উচিত। বেজায় দুষলেন অনেকে। আবার ভিন্নমত প্রকাশ করলেন অনেকেই। কেউ বললেন, ওসব ধর্ম বাদ দিয়ে এটা ভাবুন যে একজন মানুষ ও। এসব কেন টেনে আনছেন।
সারাকে নিয়ে চর্চার শেষ নেই। ক্রিকেটার শুভমান গিলকে ডেট করছেন সারা, এই কথাও শোনা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও কেউ মুখ খোলেননি। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন