জিবিনিউজ24ডেস্ক//
ওয়াসিম আকরাম এবং রমিজ রাজা একদশক ধরে খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। এমনকি ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যেরও অংশ ছিল তারা দুজন। তবে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তার আত্মজীবনীমূলক বইয়ে রমিজ রাজাকে নিয়ে করেছেন বিষ্ফোরক এক মন্তব্য।
সুলতান অব সুইংখ্যাত এই পেসার তার সেই বইয়ে জানান, বেশিরভাগ সময় স্লিপে দাঁড়ানো রমিজ তার বাবার পদমর্যাদা ব্যবহার করতেন। সেসময় নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টের উদাহরণও সামনে এনে দেখান ওয়াসিম।
সেই টেস্টের এক সকালে স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন রমিজ। দিনের প্রথম ওভারেই পেসার আসিফ ফরিদীর বলে জন রাইটের ক্যাচ ছেড়েছিলেন পিসিবির বর্তমান এই চেয়ারম্যান। সেসময় রমিজ প্রচুর ক্যাচ ছাড়তেন বলেও দাবি ওয়াসিম আকরামে।
ক্যাচ ছাড়া প্রসঙ্গে ওয়াসিম যেমনটা লিখেলেন, 'সে ম্যাচে প্রথম ওভার বল করেন পেসার আসিফ ফরিদি। নতুন বলে আমি আমার চতুর্থ ওভারে ছিলাম যখন নিউজিল্যান্ডের অধিনায়ক জন রাইট দ্বিতীয় স্লিপে রামিজকে ক্যাচ তুলেন। রমিজ স্লিপে ছিলেন পদমর্যাদার কারণে, কারণ তার বাবা একজন কমিশনার ছিলেন এবং তিনি আইতসিসন কলেজে পড়তেন। তিনি (রাজা) যতটা না ক্যাচ ধরছিলেন, তার চেয়ে বেশি ড্রপ করেছেন।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন