জিবিনিউজ 24 ডেস্ক //
এখনো কোনো ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাননি বলে দাবি করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত প্রেমের বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে পড়ার সময় অথবা বিয়ে বাড়িতে গেলে আমার দিকে অনেকেই তাকাত। আমার মনে হতো, ওহ! ছেলেটি আমার দিকে তাকিয়েছে। কিন্তু ওই পর্যন্তই। এটি প্রেম পর্যন্ত গড়ায়নি। কেউ আমাকে প্রস্তাব দেয়নি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বলা হতো, আমার চারপাশে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে। ছেলেরা প্রত্যাখ্যান অথবা থাপ্পড়ের ভয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিত না।
তিনি আরো বলেন, রোমান্টিক দিক থেকে আমি একটু সেকেলে। যদিও এটি প্রত্যেকের নিজস্ব ব্যাপার। তবে এই যুগে এসে ডেটিং কালচার থেকে নিজেকে দূরে রাখা সম্ভব নয়। ডিজিটাল এই যুগে নিজের ভাব প্রকাশ অথবা সঙ্গী খুঁজে বরে করার অনেক মাধ্যম রয়েছে। তবে এর জটিলতাও রয়েছে। সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন। ভালোবাসার সংজ্ঞা এখন বদলে গেছে। যদিও আমি এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি না। এজন্য শহরগুলোতে সবকিছু থাকার পরেও সকলের মধ্যে শূন্যতা কাজ করে।
প্রসঙ্গত, ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
ইয়ামি অভিনীত পরবর্তী সিনেমা ‘গিনি ওয়েডস সানি’। করোনা মহামারির কারণে ভারতে প্রেক্ষাগৃহ এখনো বন্ধ, তাই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন