জিবিনিউজ 24 ডেস্ক //
শুরু হয়েছে ‘বিগবস-১৪’। সিনিয়র-জুনিয়র নিয়ে কয়েকদিনেই মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বিগবস হাউজ। সিদ্ধার্থ শুক্লা, গওহর খানের আদেশে শুরু হয়েছে বিভিন্ন সমস্যা।
প্রতিযোগীরা তাদের বিরোধীতা করেই টিকে থাকতে চাইছে বিগবসে। তবে তেমনটা না হওয়াটাই স্বাভাবিক। কারণ হিনা খান, সিদ্ধার্থ শুক্লা, গওহর খানের হাতেই রয়েছে বিভিন্ন পাওয়ার। যার জেরে তারা নমিনেট করতে পারেন যেকোনো সদস্যকে। সেই কারণে এবার বিগবস অনুষ্ঠাটি পরিণত হল ‘সেক্সি রিয়্যালিটি শো’তে।
‘বিগবস’তে সিদ্ধার্থের হাতে ছিলো ইমিউনিটি পাওয়ার। যা তিনি দেবেন যেকোনো একজন প্রতিযোগীকে। পবিত্রা পুনিয়া, জ্যাসমিন ভাসিন, নিক্কি তম্বোলি, রুবিনা দিলাইককে একটি কার্য দিয়েছিলেন ‘বিগবস’।
যেখানে সিদ্ধার্থকে ইমপ্রেস করে তাদের ইমিউনিটি পেতে হবে। তবে কার্যটি দেখে সিদ্ধার্থ খুশি হলেও খুশি নয় দর্শকমহল। একটি বাইকের উপর চড়ে বসেছেন সিদ্ধার্থ। আশপাশে স্বর্গের অপসরার মত ঘুরে বেড়াচ্ছেন এই চার সদস্য।
যারা নিজেদের হটনেসে সিদ্ধার্থকে মুগ্ধ করার চেষ্টা করছেন। গান চলছে ব্যাকগ্রাউন্ড। তাও আবার যে সে গান নয়, চলছে ‘টিপ টিপ বরসা পানি’। হঠাৎই নিক্কি নিজের গায়ে পানি ঢেলে ভিজে গিয়ে সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন।
জনসমক্ষেই একের পর এক সদস্যরা নিক্কিকে দেখা দেখি সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ হন। এতেই বেজায় চটেছে দর্শকরা। পর্বটির প্রোমো মুক্তি পেতেই ‘ছি ছিক্কার’ সোশ্যাল মিডিয়ায়। এমন পারিবারিক অনুষ্ঠানে এ ঘনিষ্ঠতা দেখাবার প্রয়োজন কী ছিল, প্রশ্ন তাদের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন