আলোচনায় রাজি আছেন পুতিন, বাইডেনের সেই মন্তব্যের পর জানাল ক্রেমলিন

জিবিনিউজ24ডেস্ক//  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জানান, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সত্যিকার অর্থে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ইচ্ছা থাকে তাহলে তিনি তার সঙ্গে আলোচনা করবেন।

যুদ্ধ বন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের করা এ মন্তব্য নিয়ে শুক্রবার নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘রাশিয়ার স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট পুতিন সবসময় আলোচনার জন্য প্রস্তুত আছেন।’

তবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে পেসকোভ বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সেই অধিগ্রহণের স্বীকৃতি দেয় না।’

জো বাইডেনের সেই মন্তব্য নিয়ে রাশিয়ার প্রভাবশালী কূটনীতিক পেসকোভ আরও বলেছেন, ‘আমাদের স্বার্থ রক্ষায় রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের স্বার্থরক্ষার সবচেয়ে উত্তম মাধ্যম হলো শান্তিপূর্ণ এবং কূটনৈতিক পন্থা অবলম্বন করা। পুতিন যোগাযোগ ও আলোচনার জন্য সবসময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’

মার্কিন প্রেসিডেন্ট শর্ত দেন, আলোচনার আগে ইউক্রেন থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে হবে পুতিনকে। তবে পেসকভ জানিয়েছেন, এ শর্ত মানা সম্ভব না এবং ইউক্রেনে তাদের অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে গত ৩০ সেপ্টেম্বর জাপোরিঝিয়া, খেরসন, লুহানেস্ক এবং দোনেৎস্ক অধিগ্রহণ বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে এ অঞ্চলগুলোতে কথিত গণভোট আয়োজন করে রাশিয়া। তবে এ গণভোটকে ভুয়া বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এসব দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনো ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।

এদিকে রাশিয়ার সরকারি বার্তাসংস্থা টাস নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। টাসের দেওয়া তথ্য অনুযায়ী, পুতিন জার্মান চ্যান্সেলকে বলেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমারা যে অবস্থান নিয়েছে তা ‘ধ্বংসাত্মক’। পুতিন জার্মানিকে তাদের অবস্থান বদলানোর আহ্বান জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন