শিলচর-সিলেট উৎসবে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

জিবিনিউজ24ডেস্ক//  

দুই দিনব্যাপী ‘শিলচর-সিলেট উৎসব ২০২২’ যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে ভারতের আসামের শিলচরে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইতোমধ্যে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোমেন শুক্রবার সকালে সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর দিয়ে সুতারকান্দি আইসিপিতে পৌঁছান। এসময় ভারতীয় কর্তৃপক্ষ মন্ত্রী ও প্রতিনিধিদলকে স্বাগত জানায়।

আসামের শিলচরে দুই দিনব্যাপী উৎসবে শনিবার (৩ ডিসেম্বর) কয়েকটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ‘প্যানেল ডিসকাসন অন ট্রেড অ্যান্ড কমার্স, প্যানেল ডিসকাশন অন ‘আওয়ার রিভারস, আওয়ার ওয়াটার, আওয়ার ক্লাইমেট’। 

এছাড়া রন্ধনসম্পর্কীয় উৎসব এবং ভাষা ও সাহিত্যের ওপরও প্যানেল আলোচনার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন