মৌলভীবাজার প্রতিনিধি\ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে রুপগল্প ২০৪১ বাস্তবায়নে লক্ষ্যে মৌলভীবাজারের সারা দেশের ন্যায়১৮তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।
গতকাল (২ডিসেম্বর) শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মৌলভীবাজার জেলায় কর্মরত সহযোগি সংগঠন সমুহের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থার হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং মহিলা সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রোজিনা বেগম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা:শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মলি আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দা বহুমুধি যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,এসসিডার নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম মিলন,সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব,শাহীন আহমদ জাহাঙ্গীর আহমদ,আহসানউল্লাহ টিপু,ইমন মিয়া,মহিলা পৌর কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ। প্রধান অতিথি ও অতিথিরা কেক কেটে ১৮তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে শুভ সুচনা করেন।
বক্তারা দেশ ও জাতীয় উন্নয়নে দেশের স্থানীয় এনজিও ও সহযোগি সংস্থার উন্নয়ন কাজের উপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন