সুনামগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:-

'মানবিক হও' এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটির ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন,রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাড.আফতাব উদ্দিন,রেডক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো.মস্তাক আহমেদ পলাশ,রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটির সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, রেডক্রিসেন্ট সোসাইটির বস্থাপনা পরিষদের উপ -পরিচালক কবির আহমেদ ফকির,রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটির লেভেল অফিসার কনিকা তালুকদার,আজীবন সদস্য দিলারা বেগম, মো. সেরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা স্মরণকালের ভয়াবহ বন্যায় রেডক্রিসেন্ট সোসাইটির মানুষের পাশে ছিলো উল্লেখ করে বলেন, মানুষের যেকোনো দুর্যোগে সবার আগে এগিয়ে আসে রেড ক্রিসেন্ট সোসাইটি। বিগত বন্যায় সুনামগঞ্জের মানুষ যখন অসহায় অবস্থায় ছিলো তখন ঘরে ঘরে খাবার পৌচ্ছে দেয়া হয়েছে। সংগঠনটির এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন