জিবিনিউজ 24 ডেস্ক //
প্রীতি ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি-তুরস্ক। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো জোয়াকিম লো'র শিষ্যরা।
বুধবার (৭ অক্টোবর) রাতে প্রথমার্ধে যোগ করা সময়ে গোল করে জার্মানিকে এগিয়ে নিয়েছিলেন জুলিয়ান ড্র্যাক্সলার। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে না হতেই সেই গোল শোধ করে দেয় তুরস্ক। ৪৯ মিনিটে সমতাসূচক গোল করেন ওজান তুফান।
৫৮ মিনিটে ফের জার্মানিকে এগিয়ে দেন অভিষিক্ত নেওহাস। নয় মিনিটের মাথায় গোল শোধ করে তুরস্ক। ৬৮ মিনিটে ২-২ সমতা আনেন এফেকান কারাকা।
৮১ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোলটি করে লুকা ওয়াডসমিত। মনে হচ্ছিল, ৩-২ গোলের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারে জার্মানরা। কিন্তু ম্যাচের একদম অন্তিম মুহূর্তে, অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে তুরস্কের গোল শোধ করেন কেনান কারামান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন