কানাডায় নৃত্যানুষ্ঠানে বাংলাদেশি দুই খুদে শিল্পীর অংশগ্রহণ

জিবিনিউজ24ডেস্ক//  

কানাডার ক্যালগেরির পাম্পহাউস থিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠান। এতে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি-কানাডিয়ানরাও অংশগ্রহণ করেছে। 

আলবার্টা-ডান্স থিয়েটারের উদ্যোগে আয়োজিত নৃত্যানুষ্ঠানটি কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ডিসেস্বর) থেকে শুরু হয়ে শনিবার (৩ ডিসেম্বর) শেষ হবে।

তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠানে ক্যাথেরিন এগানের উপন্যাস অবলম্বনে সেনেকস এ অংশগ্রহণ করছে ক্যালগেরির বিভিন্ন শহর থেকে আসা কিশোর-কিশোরীরা। আর এতে যোগ দিয়েছে কানাডায় প্রবাসী বাংলাদেশি দুই খুদে নৃত্যশিল্পী সহোদরা প্রার্থনা এবং প্রকৃতি। তাদের অসাধারণ নৃত্য পরিবেশনায় বিমোহিত হন দর্শকরা।

নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারী দুই খুদে নৃত্যশিল্পীর মা জেবুন্নিসা চপলা বলেন, গত ৪ মাস ধরে নৃত্যশিল্পীরা একত্রিত হয়ে ৭-৮ ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন করেছে, এছাড়াও থিয়েটার কোম্পানিটি এই প্রোডাকশনটির  জন্য সপ্তাহব্যাপী নৃত্য শেখাবার জন্য শহরের অদূরে ক্যাম্পিংয়েরও  আয়োজন করে।

তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশি-কানাডিয়ানরা বেশি বেশি করে বিদেশি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের লাল সবুজের পতাকার মানকে বিদেশের মাটিতে সমুন্নত রাখুক।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন