রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত আটক

জিবিনিউজ24ডেস্ক// 

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস। মাস দু’য়েক আগে নতুন দায়িত্বে আসা সাবেক এই যুবরাজের বর্তমান সময়টা বেশ মধুরই হওয়ার কথা।

তবে সময়টা মধুর হোক বা এর বিপরীত, রাজা চার্লস ছোটখাট হামলার মুখে পড়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের লুটনে তার দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম নিক্ষেপ করার অভিযোগে যুক্তরাজ্যের লুটনে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বেডফোর্ডশায়ারের পুলিশকে উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার রাজা চার্লস বেড়াতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। লুটন টাউন হলের বাইরে এই ঘটনার পরপরই রাজা চার্লসের নিরাপত্তা দল অভিযুক্তকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে নেয়।

এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয় এবং রাজা আবারও জনতার সঙ্গে করমর্দন শুরু করেন। বলা হচ্ছে, নতুন চালু হওয়া একটি পরিবহন ব্যবস্থায় চড়ার জন্য মঙ্গলবার লুটনে গিয়েছিলেন চার্লস।

অবশ্য রাজা চার্লসের ওপরে ডিম নিক্ষেপের ঘটনা এটিই প্রথম নয়। গার্ডিয়ান বলছে, মাত্র এক মাস আগে রাজা চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেসময় তারা একটি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ঘটনার পর এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

গার্ডিয়ান বলছে, ব্রিটিশ রাজপরিবার আগেও এই ধরনের হামলা বা ‘ডিম প্রতিবাদের’ সম্মুখীন হয়েছে। ২০০২ সালে তৎকালীন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ নটিংহাম সফরের সময় তার রাজকীয় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ বিরোধী বিক্ষোভকারীরা এখনকার রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ করেছিল। সেসময় তিনি ডাবলিনের একটি এলাকায় হাঁটছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন