ঘুমকে ছুটি দিলেন পরীমণি!

জিবিনিউজ24ডেস্ক// 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বর্তমানে তার সকল ব্যস্ততা সংসার-সন্তানকে ঘিরে। খুব স্পষ্ট করে বললে, ছেলে রাজ্যকে নিয়ে রাজ্যের ব্যস্ততা তার। ছোট্ট বাবুর কখন কী দরকার সবটুকু নজরে রাখেন মা পরী। এই কয়েক মাসে একটানা ঘুম গিয়েছে ছুটিতে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তার যাপিত জীবনের কথা। ছন্দ আকারে তিনি লেখেন, ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি। ভালো থাকো ঘুমেরা আমার,পরীর সাথে আবার দেখা হবে তোমার।’

দিন-রাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন। বাবা-মা দুজনেরই চোখেরমণি ছোট্ট রাজ্য।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন