জিবিনিউজ24ডেস্ক//
তিন মাস আগেই ডিভোর্স চূড়ান্ত হয়েছে ইয়ো ইয়ো হানি সিংয়ের। গায়কের বিরুদ্ধে যৌন হেনস্থা থেকে মারধরের অভিযোগ এনেছিলেন সাবেক স্ত্রী শালিনী। এমনকি হানি সিংয়ের বাবার হাতেও যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ ছিল হানির সাবেক বউয়ের। মোটা টাকা খোরপোষের বদলে হানিকে ডিভোর্স দেন শালিনী। এবার নতুন প্রেমের ফুল ফুটেছে হানির মনে!
কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল মডেল টিনা থারানির প্রেমে পড়েছে ইয়ো ইয়ো। এবার নিজেই সেই গুঞ্জনে সিলমোহর দিলেন হানি সিং। হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘প্যারিস দা ট্রিপ’-এর মুখ টিনা।
সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে হাতে হাত ধরে পৌঁছেছিলেন হানি ও টিনা। অনুষ্ঠানের ফাঁকে টিনাকে ‘মেরি গার্লফ্রেন্ড’ বলেও সম্বোধন করেন হানি। যার মাধ্যমে নিজের নতুন সম্পর্ক লুকিয়ে রাখতে না চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ব়্যাপার
কানাডার মেয়ে টিনা, বর্তমানে থাকছেন মুম্বাইয়ে। ‘প্যারিস কা ট্রিপ’ মিউজিক ভিডিওতে কাজ করার আগে ‘দ্য লেফটওভারস’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচলনা করেছেন টিনা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন