‘বাংলার কিংবদন্তি’ সম্মান পেলেন শ্রীলেখা

জিবিনিউজ24ডেস্ক//  

‘দ্য লেজেন্ড অফ বেঙ্গল’ সম্মান পেলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হয়েছে।

ফেসবুকে এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে একটি পোস্টও করেছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখলেন, আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?

সংবাদ প্রতিদিনের তরফ থেকে এই বিষয় নিয়ে জানতে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রী জানান, ‘খবরটা পেয়ে প্রথমটায় খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

 

‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস’ সংস্থার তরফ থেকে কৃ্ষ্ণা পাল সংবাদ প্রতিদিনকে জানান, ‘শ্রীলেখা মিত্র শুধুমাত্র ভালো অভিনেত্রী নন। তিনি বড় মনের মানুষ। সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেন। বিশেষ করে তার পশুদের প্রতি প্রেম, তাকে অভিনেত্রীর বাইরে অন্য এক পরিচয় দেয়। সেই কারণেই শ্রীলেখাকে এই সম্মান প্রদান করা হয়েছে।’

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব হন শ্রীলেখা। নানা সময়ে, নানা বিষয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়াও দেন তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন শ্রীলেখা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন