জিবিনিউজ24ডেস্ক//
গেল বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই দলের ফরোয়ার্ড হিসেবে খেলেও কোনো গোলের দেখা পাননি অলিভিয়ের জিরু। সেই অভাবটা যেন এবার পুষিয়ে দিচ্ছেন তিনি।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন চার গোল। যার শেষটা এসেছে গত রাতে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিটে গোল করে ১-১ সমতা ভেঙে তিনিই ফ্রান্সকে পথ দেখান বিশ্বকাপের সেমিফাইনালের।
সেই এক গোলে ম্যাচসেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন তিনি। এরপরই তিনি জানালেন, ২০১৮ সালে ফ্রান্স যেমন বিশ্বকাপ জিতেছিল, এবারও আবহটা তেমনই মনে হচ্ছে তার।
সেবার সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠে কোচ দিদিয়ের দেশমের দল। ইংল্যান্ড ম্যাচটা জিরুকে সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিয়েছিল। তিনি বলেন, ‘ইতোমধ্যেই এই ম্যাচটা অদ্ভুতভাবে আমাকে ২০১৮ বিশ্বকাপের বেলজিয়াম ম্যাচটার কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা সেই ম্যাচটায় এগিয়ে গিয়েছিলাম, এরপর সেই গোলটা আগলে রেখেই জিতেছিলাম।’
যদিও বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচটা থেকে যে এবারের ম্যাচটা আলাদাই ছিল, সেটাও ভুলে যাননি তিনি। বলেন, ‘তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল। তারা ম্যাচে ফিরে এসেছিল, নিজেদের যে সুযোগ আছে, সেটা বিশ্বাস করা শুরু করে দিয়েছিল। কিন্তু আমরা জানতাম যে আমরা প্রতি আক্রমণে ভালোই ত্রাস ছড়াতে পারি। দুই গোলপোস্টের মাঝে কী হয়, সেটাই এখানে গুরুত্বপূর্ণ।’
ভাগ্যের সহায়তা যে ছিল, সেটাও ভুলে যাননি তিনি। সে কারণেই হয়তো, ২০১৮ সালের বিশ্বজয়ের কথা আবারও মনে হয়ে যাচ্ছে তার। তিনি বলেন, ‘আমরা একটু ভাগ্যবান ছিলাম বটে, হ্যারি কেইন পেনাল্টি মিস করেছিল। তবে এখন যা অনুভূতি, সেটা আমাকে ২০১৮ সালের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি আশা করি, আমরা যতদূর সম্ভব এগিয়ে যেতে পারব। কারণ এই দলটা অনেক বড় কিছু অর্জন করার মতোই দল।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন