মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত ফিলাডেলফিয়া এবং পিটসবার্গে কয়েকজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিলবোর্ড স্থাপন করেছে। বিলবোর্ডগুলোতে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ছবির নিচে লেখা রয়েছে : ‘ক্রিমিনাল এলায়েন স্যাংটিউরি পলিসিজ আর এ রিয়্যাল ডেঞ্জার’ (ফৌজদারি সংবিধিবদ্ধ নীতিমালা বাস্তবিকই বিপজ্জনক)। আর এসব বিলবোর্ডকে প্রেসিডেন্ট ট্রাম্পের নিছক নির্বাচনী বিজ্ঞাপন হিসেবে অভিহিত করেছেন আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। গত ৬ অক্টোবর প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেন। কিন্তু স্যাংটিউরি নীতিমালার কারণে ফিলাডেলফিয়া এবং পিটসবার্গের স্থানীয় কর্তৃপক্ষ তাদের কারাদন্ড না দিয়েই ‘ভিনদেশীর বিরুদ্ধে সম্প্রতি অসদাচরণ, জনমনে আতঙ্কসৃষ্টি, ডাকাতি এবং ভয়াবহ অ্যাসল্টের’ অভিযোগ গঠনের পর তাদের ছেড়ে দিয়েছে। এখন আইস এসব মুক্তিপ্রাপ্ত অবৈধদের গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে এবং এদের ছবিসম্বলিত বিলবোর্ড স্থাপন করেছে। আইসের পক্ষ থেকে বলা হয়েছে, ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সহযোগিতার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের লাগাম টেনে ধরার উদ্দেশ্যে প্রণিত তথাকথিত স্যাংটিউরি পলিসি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষেই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে। আইসের উক্ত বিলবোর্ড সম্পর্কে অবসরপ্রাপ্ত ইউ ম্যারিন কর্নেল এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাবেক প্রেস সেক্রেটারি ড্যাভিড ল্যাপটান বলেন, ট্রাম্প প্রশাসনের প্রায় ৪ বছর অতিবাহিত হতে চলেছে। আগে প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা কেন গ্রহণ করেনি? অথচ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যেই নির্বাচনকে সামনে রেখে এ ধরণের অপতৎপরতা চালানো হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে অ্যাক্টিং-ভিত্তিতে আইস পরিচালনাকারী জন স্যান্ডওয়েগ বলেন, আমার জানামতে আইস কখনো এ ধরণের বিলবোর্ড স্থাপন করেনি। তিনি বলেন, মূলত এটি একটি রাজনৈতিক বিজ্ঞাপন। ট্রাম্পের অনুকূলে না হোক, তবে ভিন্ন মতাবলম্বী রাজনীতির বিরুদ্ধে নগ্ন প্রচারণা। বারাক ওবামার কার্যকালে আইসের ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্বপালনকারী জ্যেষ্ঠ আইস কর্মকর্তা জন আমাইয়া বলেন, বিলবোর্ড বস্তুত ট্রাম্প প্রশাসনের প্রোগান্ডার মেশিনের অংশবিশেষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন