হিন্দি ছবির বক্স অফিস ব্যর্থতার কারণ জানালেন রাজামৌলি

জিবিনিউজ24ডেস্ক//  

সাফল্যের জোয়ারে ভাসছেন তেলেগু পরিচালক এসএস রাজামৌলি। তার পরিচালিত ‘আরআরআর’ ভারত ছাড়িয়ে বহির্বিশ্বেও দাপট দেখাচ্ছে। পেয়েছে গোল্ডেন গ্লোব মনোনয়ন। দক্ষিণী ছবির বাজার যেখানে রমরমা সেখানে হিন্দি ছবি বক্স অফিসে রীতিমতো ধুঁকছে। বড় বড় অভিনেতার ছবিও ব্যর্থতার দেয়াল ভাঙতে পারছে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ছবির এহেন বেহাল দশার কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় রাজামৌলির কাছে। জবাবে তিনি জানান, ছবির সাফল্য-ব্যর্থতা পুরোপুরি নির্ভর করে দর্শকের ওপর। তাই নির্মাতাদের দর্শকের মন বুঝে ছবি তৈরি করতে হবে। এ ছাড়া অভিনেতা ও পরিচালকদের আকাশছোঁয়া পারিশ্রমিকও ছবির ব্যর্থতাকে তরান্বিত করে বলে মনে করেন ‘বাহুবলী’ নির্মাতা।

পরিচালকের কথায়, ‘হিন্দি ছবিতে কর্পোরেট সংস্থার আগমনের ফলে তারা অভিনেতা, পরিচালক থেকে শুরু করে প্রত্যেককে বেশি পারিশ্রমিক দিতে শুরু করেছে। ফলে সাফল্যের খিদেটা একটু কমে গিয়েছে।’ এই প্রসঙ্গেই তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন, ‘মাথায় রাখতে হবে, বেশিক্ষণ সাঁতার না কাটলে ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।’

‘আরআরআর’ পরিচালকের মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনও এই অবস্থা শুরু হয়নি। কিন্তু বিপরীতে তিনি বলছেন, ‘আমাদের ছবি ভালো ব্যবসা করছে মানেই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ সেটা হলে তখন সাফল্যের খিদে কমে যায়। ফলে পরিস্থিতি অন্যদিকে বাঁক নেয়।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন