জিবিনিউজ24ডেস্ক//
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছে ৪০৪ রান। এরপর বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ। চট্টগ্রাম টেস্টে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার বল হাতে টাইগার ব্যাটারদের বিপাকে ফেলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
এই রিস্ট স্পিনার তুলে নিয়েছেন বাংলাদেশের ৪ উইকেট। এর মধ্যে অবশ্য রয়েছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের উইকেট। মাঠে বাংলাদেশ ব্যাটারদের ধসিয়ে দেওয়ার দিনেও অবশ্য নার্ভাস ছিলেন ভারতের তারকা এই স্পিনার।
দ্বিতীয় দিন শেষে কুলদীপ বলছিলেন, ‘আমি কিছুটা নার্ভাস ছিলাম, প্রথম ওভারে প্রথম উইকেট পেয়ে গেছি... নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। তখনই গতি ফিরে পেয়েছি। এরপর অবশ্য কয়েক ওভারের পর নার্ভাসনেস কাটতে শুরু করেছে আমার। গতির হেরফের মেশাতে শুরু করেছি। ওভার দ্য উইকেট এবং রাউন্ড দ্য উইকেট দুই অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছি বল করতে।’
ইনজুরির কারণে ঘরে বসে শুধু অবসরেই সময় কাটাননি কুলদীপ। নিজের বোলিং নিয়েও করেছেন কাজ। যা এহ মুহুর্তে কাজে দিচ্ছে বলেও জানালেন কুলদীপ, ‘এর আগে আমি যখন ইনজুরিতে ছিলাম তখন আমি আমার ছন্দে ফিরতে কাজ করেছি। দ্রুত বল করার চেষ্টা করছি যা এখন আমাকে অনেক সাহায্য করছে। আমি স্পিন নিয়ে আপোশ করি না।’
কুলদীপ যোগ করেন, ‘আমি যখন ব্যাটিং করলাম তখন ভেবেছিলাম স্পিনারদের জন্য এখানে খুব বেশি কিছু নেই। কেননা ব্যাটিং করার সময় আমি কোনো অস্বস্তির সম্মুখীন হইনি। আমি ভেবেছিলাম এটা ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আপনি যখন একজন রিস্ট-স্পিনার হন কুকাবুরা বলে বোলিং করেন, আপনি অবশ্যই এই জাতীয় উইকেটে টার্ন এবং বাউন্স পাবেন।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন