ওসমানীনগরে ব্যাস্ত সময় পাড় করছেন ফুল ব্যাবসায়ীরা

ওসমানীনগর প্রতিনিধি  ||
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে ব্যাস্ত সময় পাড় করছেন ফুল ব্যাবসায়ীরা। রাত ১২টা এক মিনিট, বিজয় দিবসের প্রথম প্রহরে মহান বিজয় দিবস উদযাপনে সবাই ছুটবেন শহীদ মিনারে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফুলের দোকান গুলোতে বিজয় দিবস উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন দোকানিরা।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাবে ফুলের তৈরি শ্রদ্ধাঞ্জলী। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। ফুলে ফুলে ভরে যাবে প্রতিটি শহীদ বেদী।
দিবসটি ঘিরে চারদিকে ফুল বিক্রির ধুম পড়েছে। ফুল বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির অর্ডার।
অর্ডারের ফুল বিক্রি করতেই দিনরাত ব্যস্ত দোকানিরা। সাধারণ ক্রেতারাও ফুল কেনার দৌঁড়ে পিছিয়ে নেই, ফুল কিনতে তারাও ছুটছেন দোকানে দোকানে। সবমিলিয়ে দোকানে দোকানে চলছে ফুল বিক্রির উৎসব।
গোয়ালাবাজারের এক ফুল ব্যবসায়ী জানান, বিজয় দিবস উপলক্ষে ব্যবসায়ীরা কয়েক সপ্তাহ আগ থেকেই ফুল সংগ্রহ শুরু করেন। এক্ষেত্রে স্থানীয় বাজারকে প্রাধান্য দেওয়া হয়। 
বসে প্রচুর ফুল বিক্রি হয়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। সরকারি, আধা সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ ব্যক্তি পর্যায় থেকে ফুল নেওয়ার জন্য আগাম অর্ডার আসে। নির্ধারিত সময়ের আগেই অর্ডার অনুযায়ী ফুল বুঝে দিতে হয়। বড় আকারের ফুলের তোড়া ১০০০-৩০০০ টাকা, মাঝারি আকারের ৮০০-৯০০ টাকা ও ছোট আকারের ৫০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন