জিবিনিউজ24ডেস্ক//
আগামীকাল শুক্রবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে বরাবরের মতো প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের নামে দুই ভাগ হয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচ। বিসিবির টুর্নামেন্ট কমিটি শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের নাম ঘোষণা করেছে। তবে এবার দল গঠনে আছে ভিন্নতা!
বিজয় দিবস ক্রিকেটে দেখা গেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করতে। তবে বিসিবি এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা নয়, এবার ম্যাচ খেলবেন এই সময়ের ক্রিকেটাররা। থাকছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারও। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেনদের দেখা যাবে এ ম্যাচে।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে।
শহীদ মুশতাক একাদশ-
আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলি, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল ও নাইম হাসান।শহীদ জুয়েল একাদশ-
মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম ইসলাম, মোহাম্মদ নাইম, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি ও রিশাদ হোসেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন