বিজয় দিবস উপলক্ষে আধারে প্রদীপ কল্যাণ সমিতির চিত্রান্কন প্রতিযোগিতা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে আধারে প্রদীপ কল্যাণ সমিতি।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোড কিল্লার মোড়ে সমিতির প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আমিন হোসেন। এতে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। তিনটি শাখায় বিভক্ত করে তাদেরকে প্রতিযোগিতায় নেওয়া হয়।  ৭ থেকে ১০ বছর শিক্ষার্থীদের ক-শাখা, ১১ থেকে ১৪ বছর শিক্ষার্থীদের খ-শাখাতে এবং ১৫ থেকে ১৮ বছর শিক্ষার্থীদের গ- শাখাতে বিভক্ত করা হয়। তিনটি শাখাতে বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। প্রত্যেক শাখা থেকে প্রথম ৩ জনের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার এবং বাকিদের জন্য ছিল সান্ত্বনা পুরস্কার।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল যেমন খুশি তেমন সাজো। এতে মহান স্বাধীনতার যুদ্ধে নতুন মুক্তিযোদ্ধার বউ সেজে এসেছিল ছোট্ট এক শিশু। তার জন্য ছিল বিশেষ পুরষ্কার। 

বিকাল ৫ টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার দেয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের বিশেষ সহকারি মোহাম্মাদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মাদ আব্দুল করিম ও মোহাম্মাদ গিয়াস উদ্দিন বাবুল। 

অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন সমিতির সভানেত্রী লাবনী আক্তার রত্না। সঞ্চালনায় ছিলেন মোহাম্মাদ গিয়াস উদ্দিন বাবুল। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন করা হয়। এরপর সমিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

সবশেষে,  চিত্রান্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের বিশেষ সহকারি মোহাম্মাদ দুলাল। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন সমিতির সহ-সভানেত্রী মারজিয়া রিপন রিয়া, সাধারন সম্পাদিকা মনিরা আক্তার মনি, সহ-সাধারন সম্পাদিকা লতা আকতার ও কোষাধ্যক্ষা কাকলি আক্তার আকলিমা প্রমুখ। 

উল্লেখ্য, আধারে প্রদীপ কল্যাণ সমিতি দীর্ঘ কয়েক বছর ধরে অসহায় দরিদ্র ও মেধাবী মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে কম্পিউটার, এমব্রয়ডারি , পার্লার, কারছুপি, রান্না, ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন