গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের উদ্যোগে বর্নাঢ্য এবং জাঁকজমক বিজয় দিবস উদযাপন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |

মহান বিজয় দিবস ছিল আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে  বর্নাঢ্য এবং জাঁকজমক ভাবে উদযাপন করে গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের উদ্যোগে বর্নাঢ্য এবং জাঁকজমক আনন্দ র‌্যালি বের করে। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর শেখ মোহাম্মদ অালমগীর। এসময় র‌্যালিতে অন্যান্যদের মধ্যে যোগদান করেন ছিলেন গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের উপদেষ্টা ও ৩১ নং ওয়ার্ড ক্রীড়া কমিটির সভাপতি হাজী মোঃ ইশতিয়াক নান্নু, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ টেক্কা হাসান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বুলবুল, ৩১ নং ওয়ার্ড যুগলীগের সভাপতি রাইস উদ্দিন অাহমেদ টুটুল, বেচারাম দেউরী পঞ্চায়েতের সভাপতি মোহাম্মাদ সাবের হোসেনসহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৩১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। 

এদিকে, সকাল থেকে ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও অলিগলি হয়ে ওঠে উৎসবমুখর। এলাকাবাসীদের মধ্যে দেখা যায় আনন্দ-উদ্দিপনার ছোঁয়া। অলিগলি সাজানো হয়েছে জাতীয় পতাকা ও বিভিন্ন ধরনের ব্যানার-ফেসটুন দিয়ে। 

র‌্যালিতে অংশগ্রহন করেন ৩১ নং ওয়ার্ডের শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতিসহ বৃদ্ধরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রে বাজে ওঠে দেশাত্মবোধক গানের সুর। "আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ" শ্লোগানের মুখরিত হয়ে পুরান ঢাকার অলিগলি। র‌্যালির মূল আকর্ষণ ছিল জীবন্ত হাতি-ঘোড়া এবং মোটু-পাতলু, মিকিমাউস, টাইগার, পাণ্ডা ইত্তাদি।  

বিজয় র‌্যালিটি পুরান ঢাকার গোলাম মোস্তফা লেন থেকে শুরু হয়ে বেচারাম দেউরি, মৌলভি বাজার, মাহূতটুলি, আবুল খায়রাত রোড, চকবাজার, বেগম বাজার হয়ে গোলাম মোস্তফা লেন শেখ বাড়িতে এসে শেষ হয়। 

ভিন্নধর্মী এ আয়োজন দেখে স্থানিয়রা বলছেন, ''এধনের বিজয় র‌্যালি ঢাকার কোথাও দেখতে পাওয়া যায়না। আমরা এলাকাবাসীরা এইদিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। আমারদের ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর শেখ মোহাম্মদ অালমগীর একজন অসাধারন মানুষ। তিনি আমাদেরকে অনেক ধরনের বিনোদনের বেবস্থা করে থাকেন।''

উল্লেখ্য, গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের উদ্যোগে গত বছরও এধরনের বর্নাঢ্য এবং জাঁকজমক বিজয় দিবস র‌্যালি অনুষ্ঠিত হয়েছিল। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন