উদ্বোধনী অনুষ্ঠানে কেন নেই নুসরাত?

জিবিনিউজ24ডেস্ক//  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন বছর পর এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। এছাড়াও ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং, কুমার শানু, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিনী মৈত্র, শ্রাবন্তী থেকে শুরু টলিউডের একঝাঁক তারকা। তবে দেখা মিলল না নুসরাতের।

নুসরাত জাহানের পাশাপাশি দেখা মেলেনি তার অভিনেতা স্বামী যশ দাশগুপ্তেরও। নুসরাত শুধু নায়িকাই নন, তিনি তৃণমূলের সাংসদও। তাই তাকে উদ্বোধনী মঞ্চে দেখতে না পেয়ে কার্যত অবাক সকলেই। কেন এলেন না নুসরাত? কোনো মনোমালিন্যের কারণেই কি এই ঘটনা ঘটল?

জানা যাচ্ছে নুসরত জাহান ও তার স্বামী দুজনেই কলকাতায় নেই। সেই কারণেই তারা এই অনুষ্ঠানে আসতে পারেননি। নুসরাতের ম্যানেজার জানান, সংসদে শীতকালীন অধিবেশন চলছে। সেই কারণেই দিল্লিতে রয়েছেন তিনি। সংসদে কিছু বিষয়ে তিনি প্রশ্ন তুলতে চান, সেই কারণেই অনুপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে। তবে জানা যায়, সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিতর্কিত এই নায়িকা-সাংসদ।

প্রসঙ্গত, এবার চলচ্চিত্র উৎসবে ৫৭ টি দেশের ১০৭৮টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২টি দেশের ১৮৩টি সিনেমা। ১৪টি বিভাগে ১০টি ভেন্যুতে থাকছে ২৩১টি ছবি। তারমধ্যে প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০টি ছবি প্রদর্শিত হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন