মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২২ পালিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী- বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। গতকাল শনিবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের পর মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। দিনের শুরুতে স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, নারী সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন সহ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, মৌলভীবাজার প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা যুবদল, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, সরকারি পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, জেলা পলিসি ফোরাম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন,বাংলাদেশ মহিলা পরিষদ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাব, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা। মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। পরে সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। দিবস উপলক্ষে সকল সরকারী, অধাসরকারী, সায়ত্বশাসিত, এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে বর্ণিল আলোকসজ্জা করা হয়। নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার ১৬ ডিসেম্বর/২২ ক্যাপশন পিক- স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ১। মুক্তিযোদ্ধাদের মধ্যে পুরস্কার বিতরন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ২। শিশু কিশোরদেও মধ্যে পুরস্কার বিতরন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও মৌলভীবাজার ও হবিগঞ্জ (সংরক্ষিত নারী) সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন