‘ম্যাচ জিততে সাকিবদের কাউকে করতে হবে ৩০০’

জিবিনিউজ24ডেস্ক//  

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য পাহাড়সম রান ছুঁড়ে দিয়েছে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষ সেশনে ৫১২ রানের লিডে পৌঁছে টাইগারদের ব্যাট করতে পাঠায় লোকেশ রাহুলের দল। তবে টাইগাররা দিন পার করেছে কোনো উইকেট ছাড়াই। এখনো হাতে দুই দিন সময় থাকলেও ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বলছেন ম্যাচ জিততে টাইগার ব্যাটারদের কাউকে করতে হবে ৩০০ রান। শেষ দুই দিনে প্রয়োজন ৪৭১ রান, হাতে দশ উইকেট।

তৃতীয় দিনের শেষ বিকেল অবশ্য টাইগাররা কোনো বিপদ ছাড়াই কাটিয়েছে। দুই ওপেনার জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত ৪২ রান করে মাঠ ছেড়েছেন। বাংলাদেশকে এই টেস্ট ম্যাচ জয়ের পথটাও দেখালেন কুলদীপ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই স্পিনার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। তবে এটাই ক্রিকেট। খেলার ধরনই এমন। (বাংলাদেশের) কেউ যদি ৩০০ করে ফেলে, তাহলে অবশ্যই হয়তো... তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের অলআউট করা যায়। আগামীকাল এটিই আমাদের মূল লক্ষ্য।’

কুলদীপ আরও যোগ করেন, ‘আমাদের হাতে আরও দুই দিন আছে। টেস্টে অনেক সময় আছে। এখনও ১৮০ ওভার বাকি। এই ধরনের ক্রিকেটে অনেক সময়। আমাদের কোনো তাড়া ছিল না ব্যাট দেওয়ার। এর চেয়ে রান করে তাদের দেওয়াটা ভালো। এটা আমাদের বোলারদেরও সুযোগ দেয়, যখন আপনি ডিফেন্ড করবেন। কোনো দলকে অনুমান করা যায় না বোলিং বা ব্যাটিংয়ের সময়। ৪০০ রান কখনও কখনও সহজ হয়ে যায়। যদি কেউ সেট হয়ে যায়, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব। এমন না যে আমরা ভয় পেয়েছি। আমরা চা বিরতি অবধি ব্যাট করে তাদের ১৫-২০ ওভার দিতে চেয়েছি।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন