সেঞ্চুরি করে কোহলি-দ্রাবিড়ের বাহবা কুড়ালেন জাকির

 জিবিনিউজ24ডেস্ক//  

ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি করলেন জাকির হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩১১ মিনিট ব্যাট করে দুর্দান্ত এ সেঞ্চুরি করেছেন তিনি। তবে শতকের ঠিক ৩ মিনিট পরই জাকির আউট, ১০০ রানে। তবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় অভিষিক্ত এ ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি। 

মাঠে কোহলি-জাকিরের এমন দৃশ্য দেখে অবশ্য বোঝার উপায় ছিল না কি কথা হচ্ছে তাদের মধ্যে। তবে চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসার পর জাকিরের কাছে জানতে চাওয়া হলে তিনিই বলেন, ‘উনি (বিরাট কোহলি) অভিনন্দন জানাচ্ছিল, আমি ধন্যবাদ দিয়েছি আরকি।’

এদিকে চতুর্থ দিনের খেলা শেষে ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় হাত মিলিয়েছেন জাকিরের সঙ্গে। সেই সময়ের আলাপ নিয়েও 
কথা বলেছেন টাইগার এই ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, 'স্যার (রাহুল দ্রাবিড়) বলেছেন যে খুব ভালো ব্যাটিং করেছি। অভিনন্দন জানিয়েছেন তিনি। এমন গ্রেট একজন প্লেয়ার (দ্রাবিড়) এবং গ্রেটন কোচ এসে যখন অনুপ্রাণিত করে অবশ্যই খুব ভালো লাগে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন