মেসি না এমবাপে, কার হাতে বিশ্বকাপ দেখতে চান শাহরুখ?

জিবিনিউজ24ডেস্ক//  

বিশ্বকাপের ফাইনালে কার হাতে বিশ্বকাপ দেখতে চান? লিয়োনেল মেসি, না কিলিয়ান এমবাপে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সমস্যায় পড়লেন শাহরুখ খান। শেষ পর্যন্ত কার নাম করলেন তিনি?

নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। তাদের ১৫ মিনিট সময় দিয়েছিলেন। তার মধ্যে যার যা প্রশ্ন, তা করতে বলেছিলেন। সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন শাহরুখ। সেখানে যেমন ‘পাঠান’ ছবিকে নিয়ে প্রশ্ন এসেছিল, তেমনই প্রশ্ন এসেছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। তারই জবাব দিতে গিয়ে সমস্যায় পড়ে য়ান শাহরুখ।

dhakapost

এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, ‘‘বিশ্বকাপের ফাইনালে আপনি কাকে সমর্থন করবেন?’’ জবাবে শাহরুখ বলেন, ‘‘মন বলছে মেসি। তাই না? কিন্তু এমবাপের খেলা দেখতেও খুব ভাল লাগে।’’ শাহরুখের কথা থেকেই স্পষ্ট, সরাসরি কোনও একটি দলকে সমর্থন করছেন না তিনি। কিন্তু তার মন বলছে, মেসি জিতলে বেশি আনন্দ পাবেন।

২০১৪ সালের পরে আরও এক বার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছেন মেসি। আগের বার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। কিন্তু এ বার বিশ্বকাপ জিততে মরিয়া মেসি। এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। পাঁচটি গোল করেছেন। তিনটি গোল করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিততে চাইছেন তাই মরিয়া।

অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফ্রান্স। ব্রাজিলের পরে দ্বিতীয় দল হিসেবে পর পর দু’টি বিশ্বকাপ জিততে পারে তারা। এমবাপে ভালো ছন্দে রয়েছেন। তিনিও পাঁচটি গোল করেছেন। পর পর দু’টি বিশ্বকাপ জেতার লক্ষ্যেই নামবে ফ্রান্স।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন