বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের নিন্দা ভারতের সূফি কাউন্সিলের

জিবিনিউজ24ডেস্ক//  

জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটুক্তির জেরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির কঠোর সমালোচনা ও নিন্দা করেছে ভারতের সূফিপন্থী মুসলিমদের সংগঠন অল ইন্ডিয়া সূফি সজ্জাদানাশিন কাউন্সিল।

কাউন্সিলের চেয়ারম্যান নাসিরউদ্দিন চিশতি শনিবার এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  বিলাওয়াল ভুট্টো আমাদের প্রধানমন্ত্রী ও মাতৃভূমীর বিরুদ্ধে যে বিষাক্ত ভাষা ব্যবহার করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

‘বিলাওয়ালি সম্ভবত ভুলে গেছেন— আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেন মরেননি, তিনি পাকিস্তানে আত্মগোপনে ছিলেন এবং সেই দেশের ভেতর ঢুকে মার্কিন বাহিনী তাকে হত্যা করেছিল। পাকিস্তানের সরকার তখন শুধু চেয়ে  দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে ইসালামাবাদের সমালোচনা করেছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনার জবাবে পরের দিন শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বিলাওয়াল বলেন, ‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’

ইতোমধ্যে বিলাওয়ালের বক্তব্যের নিন্দা জানিয়েছে ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়। এবার মন্ত্রণালয়ের সঙ্গে একাত্মতা জানাল ভারতের সূফি কাউন্সিলও।

বিবৃতিতে বিলাওয়াল ভুট্টোকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন চিশতি আরও বলেন, ‘দয়া করে আপনার অস্থিতিশীল দেশের সঙ্গে ভারতকে মেলাবেন না। ভারতের সংবিধানে সব ধর্মের স্বাধীনতা স্বীকৃত এবং পাকিস্তানের মুসলিমদের চেয়ে আমরা অনেক শান্তিতে আছি।’

অল ইন্ডিয়া সূফি সাজ্জাদানশিন কাউন্সিল ভারতীয় মুসলিমদের সবচেয়ে প্রভাবশালী সংস্থাগুলোর একটি। ভারতজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত দরগাহ তত্ত্বাবধান ও দেখভালের দায়িত্বে রয়েছে এই সংস্থা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন