বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-গোলাপগঞ্জে ছাত্রলীগের মতবিনিময় সভায় নুরুল ইসলাম নাহিদ এমপি

গোলাপগঞ্জপ্রতিনিধি ||

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ওসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারিকলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৯ ডিসেম্বর)বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেকশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড়স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন। ছাত্রলীগের সঠিক ইতিহাস জাতির কাছেতুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের ভূমিকাঅনস্বীকার্য। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগ সব সময় সোচ্চার,সেই ধারা বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।তিনি আরোওবলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনেরস্বপ্ন দেখেছিলেন। শত বাঁধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেইসোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরতে হবে। তাই বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শের নীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও নীতি নিয়ে নতুনপ্রজন্মকে গড়ে তুলতে হবে। ছাত্রলীগের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব ধারণ করে সততা ও আদর্শ নিয়েপ্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে হবে বলেও তিনি আহ্বান জানান।’এসময় বক্তব্যরাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলাআওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুলইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুররহমান, জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবরফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ,ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক নাজিম লস্কর, উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরানআহমদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলাছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আজমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদি আহমদ সামি প্রমুখ।এদিকে একই দিনবিকাল ৩টায় বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এই প্রতিপাদ্য নিয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনেরআয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ২০২২ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডে প্রধানঅতিথি হিসেবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরিদর্শনকরেন। পরিদর্শনের সময় অন্যান্যদের সাথে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিরসদস্য ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিমও উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন