যুক্তরাজ্যে এক সপ্তাহে করোনায় আক্রান্তের হার বেড়েছে ৫৬ শতাংশ

জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)-এর পরীক্ষার আলোকে জানা গেছে, গত এক সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে ৫৬ শতাংশ। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অন্তত ৫১ হাজার ৪৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের এ হার আগের সপ্তাহের চেয়ে ৫৬ শতাংশ বেশি। গত পাঁচ সপ্তাহ ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত পাঁচ লাখ ৬১ হাজার ৮১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৫৯২ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লন্ডভন্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন