জিবিনিউজ 24 ডেস্ক //
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে বাংলার আদি সংস্কৃতির রূপ-লাবণ্যের দৃশ্যায়ন হয় কুশিয়ারার তীরে। এ নৌকাবাইচ প্রতিযোগিতার নান্দনিক রূপ, রস উপভোগে শামিল হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান ও তার পরিবার।
নৌকাবাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন স্থান থেকে থেকে আসা ১৪টি নৌকা অংশগ্রহণ করে।
ফাইল রাউন্ডে চ্যাম্পিয়ান হয় সাজু শাহর তরী এবং রানার্স আপ হয় সোনার বাংলা তরী। তৃতীয় স্থান অর্জন করে উড়াল পবন নামের নৌকা।
নৌকাবাইচ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার দেওয়া দেওয়া হয়।
মেয়র আতিক ছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ অনেকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন