শক্তিশালী ভূমিকম্পের পর লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন যুক্তরাষ্ট্রে

  জিবিনিউজ24ডেস্ক//  

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পের পর থেকে সেই রাজ্যের লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। খবর এএফপির।

দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণপশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

ভূমিকম্পের জেরে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগ্নিকাণ্ড হয়েছে। এছাড়া ফার্নডেল, নিকটবর্তী শহর ইউরেকাসহ হামবোল্টের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ভূমি কম্পের কারনে বাসভবন ভেঙে পড়ায় ফার্নডেলে ২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হামবোল্টের অন্তত ৩ হাজার ৫০০ বাসিন্দা ভূমিকম্পকালীন পরিস্থিতির বর্ননা করেছেন। তাদের মধ্যে একজন জিমি এল্লের এক টুইটবার্তায় বলেন, ‘এটা একটা উন্মাদ ভূমিকম্প ছিল। আমরা টানা ১৫ থেকে ২০ সেকেন্ড কম্পন অনুভব করেছি।’

এদিকে, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি হওয়া হামবোল্ট জেলার লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর ফার্নডেল, ইউরেকা ও হামবোল্টের ৭২ হাজারেরও বেশি ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ হামবোল্ট জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রতি বছরই অবশ্য ক্যালিফোর্নিয়া ও তার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নেভাডায় গড়ে ৫ থেকে ৬টি উচ্চমাত্রার ভূমিকম্প হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই মূল ভূখণ্ড থেকে বেশ দূরে সাগরের তলদেশে হওয়ায় কম্পন সেভাবে টের পাওয়া যায় না।

এবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূখণ্ডে ছিল বলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন