জিবিনিউজ24ডেস্ক//
কাতার বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হয়েছে বেশ। তবে আয়োজক কাতার সব মিলিয়ে দারুণ বিশ্বকাপই উপহার দিয়েছে। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরোর কাছে এই বিশ্বকাপ ভালো লাগেনি মোটেও। কাতারের আসরকে ‘সবচেয়ে খারাপ বিশ্বকাপ’ বলেও অভিহিত করেছেন তিনি।
কাতিয়া এই বার্তা দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি সেখানে লিখেছেন, ‘সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট বিশ্বকাপ।’ তবে কেন এটা নিকৃষ্ট বিশ্বকাপ, সেটা জানাননি তিনি।
তার ভাই রোনালদোর বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি। করেছেন মোটে একটা গোল, আরেকটা গোল পেতে পেতেও পাননি তিনি। দারুণ প্রতিভাবান এক দল নিয়ে পর্তুগাল বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ আট থেকে, তাও আবার মরক্কোর কাছে হেরে। ধারণা করা হচ্ছে, সে কারণেই কাতিয়ার কাছে বিশ্বকাপটা সবচেয়ে নিকৃষ্ট ঠেকেছে।
সে বার্তায় অবশ্য লিওনেল মেসির আর্জেন্টিনাকেও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বকাপ জেতার জন্য। তিনি লিখেছেন, ‘তবে একটা দারুণ ফাইনাল দেখতে পাওয়া গেল। কী অসাধারণ এক ম্যাচ দেখলাম! আর্জেন্টিনাকে অনেক শুভেচ্ছা।’
শুধু মেসিদের শুভেচ্ছা জানিয়েই থামেননি কাতিয়া। কিলিয়ান এমবাপেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ফ্রেঞ্চ ফরোয়ার্ড সম্পর্কে তার অভিমত, ‘কিলিয়ান এমবাপে! ওকে দেখলে বিশ্বাসই করা যায় না। তোমার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। তুমি অবিশ্বাস্য।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন