ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হলেন গায়িকা

  জিবিনিউজ24ডেস্ক// 

হু হু করে বাড়ছে করোনা। চাইলেও কিছু করতে পারছে না সরকার। কারণ করোনা রুখতে ‘জিরো কোভিড নীতি’ প্রণয়ন করা নিয়ে সম্প্রতি চরম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে। সেই বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে পিছু হটেছে জিনপিং সরকার, শিথিল করা হয়েছে করোনাবিধি। 

তবে সামনেই বড়দিন। বিশ্বের বাকি অংশের মতো উৎসবে-আনন্দে মাতোয়ারা হবে চীনও। সেই উদযাপনের ভিড় থেকেই যদি সংক্রমণ ছড়ায়? এমন প্রশ্ন জেগেছিল চীনা গায়িকা তথা গীতিকার জেন জিয়াংয়ের। 

এদিকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বড়দিনের উৎসবে গান গাইবেন। সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াতে না পেরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন। ভক্তদের থেকে করোনা সংক্রমিত হওয়ার ভয়ে, জেনে বুঝে আগে থেকেই করোনা বাঁধালেন। সোশ্যাল মিডিয়ায় নিজের এই কাণ্ডের কথা স্বীকার করেছেন খোদ গায়িকা। তার এই স্বীকারোক্তির পরই উঠেছে সমালোচনার ঝড়।

চীনের বিখ্যাত গায়িকা জেন জিয়াং নিজেই সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে লেখেন, ক্রিসমাস ও নববর্ষের অনুষ্ঠানে তার কনসার্ট রয়েছে। সেখানে গেলে করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভয়ে তিনি আগেভাগেই করোনা আক্রান্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি নিজে করোনা আক্রান্ত হন।

৩৮ বছরের ওই গায়িকা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তার জ্বর আসে, গলা ও শরীরে ব্যাথা শুরু হয়। তবে গায়িকার দাবি, এসব উপসর্গ শুধু একদিনের জন্যই ছিল। এরপর থেকে তার কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা হয়নি। কোনো ওষুধ ছাড়াই শুধু প্রচুর পানি ও ভিটাামিন-সি খেয়েই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, গায়িকার পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা তীব্র সমালোচনা করে বলেন, যেখানে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হচ্ছেন। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে গায়িকা পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন