অলি-মিঠু-টিপু প্যানেলের সমর্থনে বিসিএ হ্যামশায়ার রিজিয়নের সভাঃ২৪ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ক্যাটারারদের সহযোগিতা কামনা

gbn

জিবি নিউজ ||

বৃটিশ বাংলাদেশীদের কারী শিল্পের প্রতিনিধিত্বশীল প্রধান সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন এসোসিয়েশন বিসিএ এর আগামী ৫মার্চ নির্বাচনকে সামনে রেখে অলি-মিঠু-টিপুর  নেতৃত্বাধীন সাফলন প্যানেলের সমর্থনে বিশিষ্ট ররররবিসিএ হ্যামশায়ার ও আইল অব হোয়াইট রিজিয়নের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার ১৯ ডিসেম্বর পোর্টসমাউথ এর গান্ধী রেস্টুরেন্ট আয়োজিত এ সভাটি বিসিএ হ্যামশায়ার রিজিয়নের সভাপতি ক্যাটারার মসুদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি কাউন্সিলার আব্দুল কাদির ও ক্যাটারার শামসুল খান শাহীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় নেতৃবৃন্দ বলেন,

সাফরন প্যানেলের  চব্বিশ দফা ইশতেহার কর্মসূচির মাধ্যমে বিসিএকে আরও সফল ও শক্তিশালি করার প্রয়াস রয়েছে।তারা কঠোর পরিশ্রম, অভিজ্ঞতা ও মেধার সমন্বয়ে বিসিএর সকল সদস্যদের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে রাখতে চান। গোটা হসপিটালিটি সেক্টর ও যুক্তরাজ্যের সরকারের সংশ্লিষ্টদের কাছে বিসিএ একটি শক্তিশালী ভয়েস হয়ে কাজ করার লক্ষ্যে তারা প্রতিজ্ঞাবদ্ধ।  

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট সময়ে , বিসিএ স্টেকহোল্ডারদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরী। 

সভায় বক্তব্য রাখেন বিসিএ প্রাক্তন প্রেসিডেন্ট  কামাল ইয়াকুব ,সাউদামটনের কুটিজ ব্রাসারীজের কর্ণধার কুটি মিয়া,প্রেসিডেন্ট প্রার্থী সেলিব্রিটি শেফ অলি খান,সেক্রেটারী জেনারেল প্রার্থী মিঠু র্চৌধুরী,চীফ ট্রেজারার প্রার্থী সেলিব্রিটি শেফ টিপু রহমান ,প্রেস সেক্রেটারি প্রার্থী কাউন্সিলার নাজ ইসলাম,বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল,ডেপুটি সেক্রেটারী জেনারেল কাউন্সিলার মুজিবুর রহমান ঝুনু,বিশিস্ট ক্যাটারার সমুজ আলী,মহিদুল কামালী,আব্দুলকাদির,শোয়েব আহমদ,মুজিবুর রহমান,তারেক আহমদ সহ স্থানীয় ক্যাটারাররা।

সভায় পোর্টসমাউথ সহ আশপাশের ব্যবসায়ীরা অলি-মিঠু-টিপু প্যানেলের বিসিএ পরিচালনায় পূর্বঅভিজ্ঞতা বিবেচনা করে  তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন