হোয়াইটপিপার শেফ একাডেমীতে সেলিব্রিটি শেফ সবুর খান এমবিইকে বিচারক হিসেবে আমন্ত্রণ

gbn

জিবি নিউজ ||

বৃটেনের মূলধারার কারী শিক্ষা প্রতিষ্ঠান ডরসেটের হোয়াইটপিপার শেফ একাডেমী ও কোকারী স্কুলের শিক্ষা কার্যক্রম স্বরজমিন পর্যবেক্ষনের জন্য বিচারক হিসেবে  ব্রিটিশ বেঙ্গল কারী এওয়ার্ড এর ফাউন্ডার ও সেলিব্রিটি শেফ আব্দুস সবুর খান এমবিই কে আমন্ত্রণ জানানো হয়।একাডেমীতে পৌছলে সবুর খানকে স্বাগত জানান হোয়াইটপিপার একাডেমীর ডাইরেক্টর লুইক স্টুয়ার্ট।

মঙ্গলবার ১৪ডিসেম্বর ডরসেটের হোয়াইটপিপার শেফ একাডেমীর নিজস্ব সেন্টারে এ কোকিং প্রদশনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সবুর খান এমবিই শেফ একাডেমীর ছাত্রদের রান্না করা প্রদর্শিত বিভিন্ন খাবারের  স্বাদ পরীক্ষা করেন। এতে ছাত্রদের রান্না করা প্রদর্শিত খাবারের গুনগত মান ও স্বাদের প্রশংসা করেন।

উল্লেখ্য এ একাডেমীতে ইংল্যান্ড, সাউথ আফরিকা,ক্যারিবিয়া, সোদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশের ছাত্ররা কোর্সে অংশ নিচ্ছে ।

হোয়াইটপিপার শেফ একাডেমীর

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন