জিবিনিউজ24ডেস্ক//
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী, বিত্তবান মানুষ এবং বেসরকারি সংগঠনের নৈতিক দায়িত্ব রয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও এসিআই সেন্টারে বেসরকারি সংস্থা হোপস-এর বৃত্তি ও পুরস্কার প্রদান এবং ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিল্পী ও শিক্ষার্থীরা কখনো গরীব ও দুস্থ হতে পারে না। তারা সৃজনশীলতার ধারক-বাহক এবং ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তবে বিভিন্ন কারণে শিল্পী ও শিক্ষার্থীদের কেউ কেউ আর্থিকভাবে পিছিয়ে থাকতে পারে।
এসময় হোপস-এর নতুন ভবন নির্মাণের জন্য তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
হোপস প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, ইমেরিটাস অধ্যাপক আবদুস সাত্তার মন্ডল, প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান, এফ এইচ আনসারী, আবদুর রাজ্জাক, জেড মাসুদ, ড. মো. হাসান আলী এবং হোপস সাধারণ সম্পাদক ও প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে হোপস। নতুন সভাপতি হয়েছেন সোনিয়া গ্রপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন