রাশিয়ার সাবমেরিন শিপইয়ার্ড প্রধানের আকস্মিক মৃত্যু

জিবিনিউজ24ডেস্ক//  

রাশিয়ার বৃহত্তম শিপইয়ার্ড (জাহাজ নির্মাণের কারখানা) অ্যাডমাইরেল্টির প্রধান আলেক্সান্ডার বুজকোভ আকস্মিক মারা গেছেন। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাডমাইরেল্টি নামক শিপইয়ার্ডটিতে অ-পরমাণু সাবমেরিন তৈরি করা হয়। সাবমেরির তৈরির জন্য এটি আলাদাভাবে বিখ্যাত।

দীর্ঘ ১১ বছর ধরে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন আলেক্সান্ডার বুজকোভ। এরমধ্যে হঠাৎ করে মারা গেছেন তিনি। তবে কিভাবে তার মৃত্যু হলো সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

অ্যাডমাইরেল্টি শিপইয়ার্ডটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পূর্ব বন্দরে অবস্থিত।

বিবৃতিতে বলা হয়েছে, আলেক্সান্ডর বুজকোভ শিপইয়ার্ডের অত্যাধুনিক অ-পরমাণু সাবমেরিন, সামরিক জাহাজ এবং গভীর পানির জাহাজ তৈরির ক্ষমতা ধরে রাখা এবং বৃদ্ধি করার কাজটি করেছেন।

রাশিয়ার সরকারি বার্তাসংস্থা টাস নিউজ জানিয়েছে, অ্যাডমাইরেল্টি শিপইয়ার্ডে উন্নত কিলো-ক্লাস ডিজেল চালিত সামবেরিন তৈরি করা হচ্ছে। যেটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।

চলতি বছরের এপ্রিলে রাশিয়া দাবি করেছিল, কৃষ্ণ সাগর থেকে ডিজেল চালিত সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল তারা।

শিপইয়ার্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুজাকোভ ১৯৮০ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। জাহাজনির্মাণ সম্পর্কে তার ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল। এতে বোঝা যাচ্ছে বুজাকোভের বয়স ৬৫-৬৬ বছর ছিল। সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজস্ব শহর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন